২০২০ হতে পারে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর : জাতিসংঘ

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার দৌড়ে ২০২০ সাল বেশ ভালোভাবেই রয়েছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। তাপদাহ, খরা, দাবানল ও প্রবল ঘূর্ণিঝড়- আবহাওয়া সংক্রান্ত এসব বিষয়ের তথ্য বিবেচনায় নিয়ে একটি বছরকে চিহ্নিত করা হয়। সেই বিবেচনায় ২০২০ সালকে ১৮৫০ সালে রেকর্ড শুরুর পর থেকে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর হিসেবে স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রেকর্ড অনুযায়ী, ২০২০ সাল বিশ্বের তিনটি উষ্ণতম বছরের একটি হতে পারে। জেনিভাভিত্তিক জাতিসংঘের সংস্থা ডব্লিউএমও বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি সংক্রান্ত চলতি বছরের প্রতিবেদনে এমনটাই বলেছে। খবর বিডিনিউজের।
চলতি বছরের প্রচণ্ড গরম অস্ট্রেলিয়া, সাইবেরিয়া ও যুক্তরাষ্ট্রে ব্যাপক দাবানলের কারণ হয়। বিশাল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া এসব আগুনের ধোঁয়া বিশ্বজুড়ে মেঘের মতো স্তর তৈরি করে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় এজন্য মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, ‘সহজ করে বললে আমাদের এই গ্রহের অবস্থা এখন হতাশাজনক। মানুষ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এটা আত্মঘাতী’। ডব্লিউএমও জানিয়েছে, পরিবর্তনের চিত্র তুলনামূলক কম দেখা গেলেও সমুদ্রের তাপমাত্রা বেড়ে রেকর্ড স্তরে উন্নীত হয়েছে। বিশ্বের মোট সমুদ্র অঞ্চলের ৮০ শতাংশেরও বেশি এলাকায় সামুদ্রিক দাবদাহ দেখা গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে লাগাম টানার আর্তি জানিয়ে ডব্লিউএমওর মহাসচিব পেতেরি তালাস বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে ২০২০ আমাদের জলবায়ুর জন্য আরেকটি অস্বাভাবিক বছর হতে যাচ্ছে। ডব্লিউএমও জানিয়েছে, ২০১৯ সালে গ্রিনহাউজ গ্যাসের ঘনত্ব নতুন রেকর্ডে পৌঁছায় আর চলতি বছর কোভিড-১৯ জনিত লকডাউনের কারণে নিঃসরণের পরিমাণ কম হলেও ঘনত্ব বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাতারের বিপক্ষে লড়বে আজ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধভারতে লাভ-জিহাদ বিরোধী আইনে প্রথম গ্রেফতার