গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সমাবেশে আগামী ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও এক বেসিকের সমান ঈদ বোনাস প্রদানের দাবি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার ৪টায় জামালখান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা টিইউসির কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী বলেন, যাদের হাত না চললে কারখানা চলে না, মুনাফা হয় না, বাড়ি–গাড়ি হয় না, তাদের জন্যে এদেশের গার্মেন্ট মালিকদের হাত গলে পয়সা বেরোয় না। যে লোকসানের কাহিনী মালিকরা উচ্চ গলায় বলেন সেগুলো সর্বৈব মিথ্যে। তারা অর্ডার পান আর মজুরী খরচের সাথে না মিললে অর্ডার বিক্রি করে দেন। কারখানা লে অফ রাখেন। এটা বে–আইনি।
সভাপতির বক্তব্যে রাহাতউল্লাহ্ জাহিদ বলেন, শ্রমিকদের হাড় মাংস নিংড়ে যে পরিশ্রম শুষে নেয়া হয়। তার অনুপাতে তাদের পাতে ডাল ভাত জোটে না। দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণেও রাখতে পারে না সরকার। আবার ন্যূনতম মজুরীও বাড়াচ্ছে না। একটা পরিবারের জন্যে ন্যূনতম মোট মজুরী হতে হবে ২৫ হাজার টাকা। নেতৃবৃন্দ কারখানায় সরাসরি রেশনিং চালু ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করারও দাবি জানান। সভায় আরো বক্তব্যে রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক পূর্ণ দাশ, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, মোহাম্মদ হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।