১৫ বাগান শ্রমিককে অপহরণ মুক্তিপণে ছাড়া পেলেন কয়েকজন

পটিয়া-বোয়ালখালী পাহাড়ে সন্ত্রাসীদের দৌরাত্ম্য

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

পটিয়ায় মুক্তিপণ দাবি করে ১৫ বাগান শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার কেলিশহর ইউনিয়নের মৌলভী বাজারের পূর্ব পাহাড় থেকে সন্ত্রাসীরা অপহরণ করে শ্রমিকদের গহীন জঙ্গলে নিয়ে আটকে রাখে। অপহৃতরা হলেন, কেলিশহর এলাকার শেখ জবাব (৪২), বাদশা (৪৫), ইকবাল (৩৫), মো. আকতার (৩৫), মো. দিদার (৩০), আশরাফ আলী (৬০), রোহিঙ্গা নাগরিক মো. রফিক (৩৫)। অপহৃতদের মধ্যে ৫ শ্রমিককে পাহাড়ি সন্ত্রাসীরা বেদম মারধর করে। তাদের মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে বেলা ১১টার দিকে ছেড়ে দিয়েছে।

অন্যদের মুক্তিপণ না দিলে তাদেরকে হত্যা করার হুমকি দেয়া হয়। বর্তমানে এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে এবং অপহৃত শ্রমিকদের পরিবার পরিজন উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এ দিকে ছাড়া পাওয়া শ্রমিকদের দাবি সন্ত্রাসীরা ১৫ জনকে নিয়ে গেছে। পরে ৫ জনকে ছেড়ে দেয়। কেলিশহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল হোসেন কফিল জানান, সন্ধ্যার দিকে কয়েকজন শ্রমিককে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেয়া হয়। ছাড়া পাওয়া শ্রমিকরা হচ্ছেন, পূর্ব রতন পুর গ্রামের শেখ জনাব (৪২), একই এলাকার মো: দিলদার (৫৫), আশরাফ আলী (৬০), পটিয়া সীমানার বোয়ালখালী করলডেঙ্গা ইউনিয়নের ইকবাল (৩৫), তার ভাই বাদশা সহ কয়েকজন।

স্থানীয়রা জানান, পাহাড়ি সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তি এ শ্রমিকদের অপরহণের ঘটনা ঘটিয়ে আসছে। পাহাড়ি সন্ত্রাসীরা তাদের সোর্স হিসেবে ব্যবহার করে যে সব শ্রমিক বা ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল তাদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়। যারা আর্থিকভাবে দুর্বল তাদের মারধর করে ছেড়ে দেওয়া হয়। গত রমজান মাসেও একইভাবে পাহাড়ি সন্ত্রাসীরা ৮/১০জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। ওই সময়ও একইভাবে কয়েকজনকে মারধর করে ছেড়ে দিলেও বেশ কয়েকজন শ্রমিক মুক্তিপণের বিনিময়ে ছাড়া পান। পরে র‌্যাব-পুলিশ সহ একটি যৌথ বাহিনীর টিম পাহাড়ে অভিযান চালালেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাছাড়া এ পর্যন্ত এ ঘটনায় কোনো অস্ত্রও উদ্ধার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, পটিয়া-বোয়ালখালীর পাহাড়গুলোতে সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। প্রতি বছর এ মওসুমে অস্ত্রধারী সন্ত্রাসীরা উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই, শ্রীমাই, পার্শ্ববর্তী বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলার পাহাড় থেকে শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। পাহাড়ে লেবু, আদা, পেয়ারাসহ বিভিন্ন চাষাবাদের জন্য যাওয়া শ্রমিকদের অস্ত্রেরমুখে জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায়। কেউ প্রতিবাদ করলে তাকে গুম, হত্যা ও মারধর করার পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পাহাড়ি সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করার খবর পেয়ে সকালে কেলিশহর ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় পুলিশ যায়। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। পরে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এ দিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম দৈনিক আজাদীকে জানান, ১৫ জনের মতো বাগান শ্রমিককে অপহরণের বিষয়টি তাঁকে স্থানীয় লোকজন ফোন করে জানানো পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালায়।

পূর্ববর্তী নিবন্ধপাওনা টাকা চাওয়ায় তিনজনকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধসকালে হত্যা করে পালালো খুনি, রাতে আত্মসমর্পণ