নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মো. মাহমুদুর রহমানের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে আমবাগান ছিন্নমূল এলাকায় সংঘটিত ঘটনার জন্য আওয়ামী লীগের প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীকে দায়ী করেছেন তিনি। এ সময় সন্ত্রাসীদের হামলায় চার নারী ও দুই শিশু আহত হয়েছে। তবে অভিযোগটি সঠিক নয় বলে দাাবি করে বিষয়টি ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন ওয়াসিম।
মাহামুদুর রহমান বলেন, কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর নির্দেশে হামলা হয়েছে। পরিকল্পিতভাবে আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। হামলাকারীরা ফাঁকা গুলি করে। নারী ও শিশুদের মারধর করে আহত করে। ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, টিনু জুয়েল নামের একজনকে আটকের ঘটনায় মাহমুদুর রহমানের লোকজন পুলিশকে ঘেরাও করেছে। তাদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এরপর তারা নিজেদের মারামারির ঘটনায় নাটক সাজিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে। এদিকে পাহাড়তলী থানার ডিউটি অফিসার ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান।