চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ফের ধাওয়া-পাল্টা দাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২ ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। গতকাল রবিবার রাত সাড়ে এগারোটার দিকে ডিসিপ্লিনারি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১৯-২০ সেশনের মো. নাঈমকে ছয় মাস, বাংলা বিভাগের ১৯-২০ সেশনের সাইফুল ইসলামকে ছয় মাস, রসায়ন বিভাগের ১৬-১৭ সেশনের আশরাফুল আলম নায়েমকে ১ বছর, পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ সেশনের আকিব জাভেদকে ছয় মাস, ইতিহাস বিভাগের ১৫-১৬ সেশনের জুনায়েদ হোসেন জয়কে ছয় মাস এবং অর্থনীতি বিভাগের ফরহাদকে ছয় মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এরা সবাই ক্যাম্পাসে সিক্সটি নাইনের রাজনীতিতে জড়িত।
এছাড়া আইনের বিভাগের ১৪-১৫ সেশনের মিজা কবির সাদাফকে ১ বছর, লোকপ্রশাসন বিভাগের ১৪-১৫ সেশনের অহিদুজামান সরকারকে ছয় মাস, সমাজতত্ত্ব বিভাগের ১৫-১৬ সেশনের আরিফুল ইসলামকে ছয় মাস, আইন বিভাগের ১৭-১৮ সেশনের খালেদ মাসুদকে ছয় মাস, আরবি বিভাগের ১৯-২০ সেশনের তৌহিদ ইসলামকে ছয় মাস, কম্পিউটার বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের তানজিল হোসেনকে ছয় মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এরা ক্যাম্পাসে সিএফসির রাজনীতিতে জড়িত।
জানা যায়, গত বৃহস্পতিবার সিঙটি নাইনের এক কর্মীকে মারধর করে সিএফসির কর্মীরা। এ ঘটনার পর গত দুইদিন দুই পক্ষের মধ্যে থেমে থেমে মারামারি ও ধাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে প্রায় আট বার। এর মধ্যে সিএফসি আমানত ও সিঙটি নাইন শাহজালাল হলে অবস্থান করছে। সুযোগ পেলেই মারামারি ও ইটপাটকেল ছুঁড়াছুঁড়ি করছে দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব আজাদীকে বলেন, চারটি ঘটনায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এরা বিশ্ববিদ্যালয়ের শান্তি বিনষ্ট করেছে। আমরা সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় এদের শনাক্ত করেছি। বহিষ্কৃতরা এ সময়ে ক্যাম্পাসে বা হলে অবস্থান করতে পারবে না। যাদের ছাত্রত্ব শেষ তাদের হল ও ক্যাম্পাস ত্যাগ করতে হবে।
ডিসিপ্লিনারি কমিটির আহ্বায়ক ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আমন্ত্রিত সদস্য ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে। সদস্য সচিব প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।