জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাইগ্রেশনের জন্য আগামী ৪ মার্চ রাত ৮টা থেকে পরদিন সকাল ৮ পর্যন্ত অ্যাসাইকুডা সিস্টেম বন্ধ থাকবে। গত মঙ্গলবার এনবআিরের দ্বিতীয় সচিব (কাস্টমস অটোমেশন) রাকিবুল হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।