হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মতবিনিময়

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান ডা. দিলীপ রায়ের সাথে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। শনিবার (২ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম সিনিয়র’স ক্লাব অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড সদস্য প্রভাষক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সিনিয়র কনসালটেন্ট ডা. সাগর চন্দ্র দে, এডভোকেট ডা. আশিষ দত্ত, যুগ্ম সম্পাদক ডা. উজ্জ্বল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক ডা. মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক ডা. আন্না রানী বিশ্বাস প্রমুখ। মতবিনিময়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, এপ্রিলে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন, ২০২৪ চিকিৎসক সম্মেলন, সংগঠনের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নে নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধটোকিও বিশ্ববিদ্যালয়ের সাথে এইউডব্লিউর চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধআইআইইউসি ও ইউআইটিএমের মধ্যে চুক্তি স্বাক্ষর