টোকিও বিশ্ববিদ্যালয়ের সাথে এইউডব্লিউর চুক্তি স্বাক্ষর

শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ছাত্রীরা পড়তে যাবে টোকিওতে, অপরদিকে টোকিও থেকে মেয়েরা পড়তে আসবে চট্টগ্রামে। স্নাতক পর্যায়ে শর্ট টার্ম কোর্স নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) মেয়েরা ইউনিভার্সিটি অফ টোকিতে এবং ইউনিভার্সিটি অফ টোকিওর মেয়েরা একইভাবে পড়তে আসবে চট্টগ্রামস্থ এইউডব্লিউতে। গতকাল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে নিয়মিত এই শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালিত হবে।

গতকাল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)র সম্মেলন কক্ষে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। এইউডব্লিউ ভাইস চ্যান্সেলর ডঃ রুবানা হক এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডঃ তেরুও ফুজি স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে ১৫জন শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় চট্টগ্রামে এসেছেন। এইউডব্লিউ থেকে ১৬জন শিক্ষার্থী জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে কোর্স করতে যাওয়ার কথা রয়েছে। জাপানী শিক্ষার্থীরা গতকাল বাঙালি সাজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে ড. রুবানা হক নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করে এই চুক্তি একটি দারুণ ব্যাপার হতে যাচ্ছে বলে মন্তব্য করেন। তিনি এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েরা জাপানে গিয়ে নিজেদের মেধা ও যোগ্যতাকে শাণিত করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। ছাত্র বিনিময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. কাওরি হায়াশি এবং ভাইস প্রেসিডেন্ট ড. ইউজিন ইয়াগুচি, এইউডব্লিউর ড. ডেভিড টেইলর, . বীনা খুরানা, তপু চৌধুরী, . সুপর্না দাশ, সুমন চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এইউডব্লিউটিতে বর্তমানে বিশ্বের নানাদেশের ১৬শ’ নারী শিক্ষার্থী অধ্যয়ন করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলার মনি
পরবর্তী নিবন্ধহোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মতবিনিময়