হৈমন্তিকা এলো

সিমলা চৌধুরী | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

মাঠে মাঠে সোনালী

ধানের মিষ্টি গন্ধে,

কৃষাণীর নোলকে লাগে

মহা আনন্দের দোল।

খুশির ফোয়ারার মত

নতুন ধানের নবান্ন,

ছড়িয়ে দেয় চারপাশে

অজানা ছন্দের বোল।

ভোরে ঘাসের উপর

শিশির কণার সঙ্গমে,

ভালোবাসার চিরন্তন চিত্রে

বিমোহিত হয় ধরণী।

ক্ষণিক পরে রবির

হাল্কা ছোঁয়া যখন কেড়ে

নেয় শিশিরকে, ঘাসেরা হয়

তখন মলিন বদনী।

হিমেল শীতল বনতল

বেয়ে হৈমন্তিকা এলে

কুন্দ করবী গাঁথে মালা

বরণ করবে বলে।

উত্তুরে হাওয়ারা প্রকৃতিতে

আসে দলে দলে

নীল আকাশ দিগন্তে

মিশে যায় নানা ছলে।

কুয়াশার চাদর ঢেকে রাখে

প্রকৃতিকে সযতনে

নদীর বুকে মাঝি গান

গেয়ে উঠে আনমনে।

পূর্ববর্তী নিবন্ধচলো যাই
পরবর্তী নিবন্ধরাজনীতিতে এ কোন্‌ বালখিল্যতা