চলো যাই

রেহেনা আকতার | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

কষ্ট হচ্ছে ভীষণ আমার

তুমিও পাচ্ছো জানি!

তোমার কোনো দোষ নেই

আমিই একটু, বেশি অভিমানী।

একা বসে উদাস মনে

হয়তো ভাবছো আমায়,

শুয়েবসে সমরূপে

দিব্যি আমিও তোমায়।

থাকার মাঝেও না থাকা তাই

করছে দারুণ গ্রাস!

বুকের মাঝে অহর্নিশি

কেবল ত্রাস আর ত্রাস!

যেখানে শুধুই সুখের ছোঁয়া

ভালোবাসা চুঁইয়ে পড়ে!

মান অভিমান ভুলে চলো

যাই সেখানে উড়ে।

পূর্ববর্তী নিবন্ধক্ষমা করো শিশু!
পরবর্তী নিবন্ধহৈমন্তিকা এলো