মাঠের পরে মাঠ জেগে রয়
পাকা ধানের হাসি
ছাতিমের আড়ে হৈমন্তী সুর
রাখাল বাজায় বাঁশি
সোনার বরণ ফসলের ক্ষেত
গোলাতে নতুন ধান
রাতজাগা সব পুঁথির আসরে
রাধা বোস্টমের গান
নতুন চালের ফিরনি পায়েস
চিড়া মুড়ি গুড় খই
হাটখোলা বাঁকে ময়রার বাড়ি
ক্ষীর সন্দেশ দই।
বউ ঝিয়েরা সুঁইয়ের ফোঁড়ে
জীবনের ছবি আঁকে
হেসে লুটোপুটি খুনসুটি চলে
গল্প গানের ফাঁকে
গ্রামে গ্রামে চলে পার্বণ মেলা
সুবিশাল আয়োজন
নকশি পাক্কন নবান্নের ঘ্রাণ
হিম হিম শিহরণ।
ঋতুতে ঋতুতে দিন মাস যায়
বাঙালিয়ানায় সুখ
হৃদয় আসনে জ্বলজ্বল করে
বাংলা মায়ের মুখ।