শব্দগুলো যাচ্ছে থেমে
যাচ্ছে ঘেমে,আঙুলের ডগায় এসে।
জিহ্বা ও যেন শত মন ভারী
ভাষা যাচ্ছে মন খারাপের স্রোতে ভেসে।
চারিদিকে আজ কেন শুধু
হিংসার আগুন, রক্ত আর হাহাকার ।
ইতিহাস আজ ভুলুণ্ঠিত
দাঁড়িয়ে দুয়ারে এ কেমন স্বাধীনতার।
বৈষম্যের ফাঁদ রয়ে যাবে জাতির
ধর্ম, বর্ণের উর্ধ্বে যদি নাই বা যেতে পারি ।
মানবতার হচ্ছে নিদারুণ মৃত্যু
নিঃশ্বাস নিতেও আজ লাগছে ভীষণ ভারী।
শস্য শ্যামল এদেশ থাকুক শান্তি ছায়ায় ঢেকে
অতি দ্রুত উঠুক সেরে হিংসার অসুখ থেকে।