রাঙ্গুনিয়ার হাসিনা জামাল কলেজের নবীন বরণ অনুষ্ঠান কলেজের হলরুমে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইউসুফ নূরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি। প্রধান বক্তা ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। শিক্ষক শীলা দাশ গুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ, কলেজ গভর্ণিং বডির সদস্য নাছির উদ্দিন রিয়াজ, দাতা সদস্য আবু ফয়সাল, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল হুদা লিটন, জহিরুল আলম, কলেজের শিক্ষক রেখা দাশ, মো. হাবিবুল্লাহ, সুজন সাহা প্রমুখ। নবীন বরণ উপলক্ষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।