হালদায় মাছ শিকার বন্ধে নৌ পুলিশের প্রচারণা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মাছ শিকার বন্ধ করতে নৌ পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে। গত রবিবার হালদা নদীর মোহনা থেকে সত্তারঘাট পর্যন্ত ২০ কিলোমিটার ব্যাপী ছয় ঘন্টা এ প্রচারনা চালানো হয়। গত আমাবস্যা তিথিতে মা মাছ নদীতে ডিম ছাড়ার আশা করেছিল ডিম আহরনকারীরা। কিন্ত পর্যাপ্ত বৃষ্টির অভাবে নদীতে ঢল না থাকায় মা মাছ ডিম ছাড়েনি। মাছের ডিম ছাড়ার মৌসুমে পর্যাপ্ত মাছ এখন নদীতে বিচরন করছে। এক শ্রেণির লোভী মাছ শিকারী চুরি করে নদী থেকে মাছ শিকার করছে। মাছ শিকারীদের বিপুলসংখ্যক জাল প্রশাসনের পক্ষ থেকে অভিযান করে জব্দ করা হয়েছে। আগামী পূর্ণিমা তিথিতে যদি পর্যাপ্ত বৃষ্টি হয়, নদীতে ঢলের প্রকোপ দেখা যায় তাহলে মাছ ডিম ছাড়তে পারে। এ জন্য হালদা পাড়ের লোকজনকে সচেতন করতে মাইকে প্রচার কার্যক্রম করা হয়েছে বলে সদরঘাট নৌ থানার ওসি এ বি এম মিজানুর রহমান গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভার চন্দ্রপুরে নালা ভরাটের অভিযোগ
পরবর্তী নিবন্ধপশ্চিম ষোলশহর স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনী