হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। আজ বুধবার ভোরে পরিচালিত অভিযানে মদুনাঘাট ও উরকিরচর এলাকা থেকে এক হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়েছে।
নৌ পুলিশের রামদাস মুন্সিহাট ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, বুধবার ভোর থেকে নদীর মদুনাঘাট ও উরকিরচর এলাকায় অভিযান পরিচালনা করে দাবিদার বিহীন দুইটি চড় ঘেরা জাল জব্দ করা হয়েছে। মাছের প্রজনন মৌসুমে হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধি, জীব বৈচিত্র্য ও ডলফিন রক্ষা ও নদী দূষণ রোধে নৌ পুলিশ ও প্রশাসনের অভিযান চলমান থাকবে।