চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে গত শনিবার চট্টগ্রাম ভবন মিলনায়তনে ‘হালদা : প্রাকৃতিক মৎস্য প্রজনন ও সংরক্ষণ’ বিষয়ের উপর একটি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি মো. জয়নুল আবেদীন জামাল।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। মূল প্রবন্ধের উপর সারমর্ম ও সুপারিশ পেশ করেন প্রাক্তন মুখ্য সচিব ড. মো. আব্দুল করিম। প্যানেল আলোচক ছিলেন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. আনসারুল করিম এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহম্মদ সিকান্দার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মো. ইয়ামিন চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী এবং বিশিষ্ট কৃষি মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সামাদ সিকদার ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইপিডিএফ) প্রধান নির্বাহী জহিরুল আলম।