রেড ক্রিসেন্ট চট্টগ্রামের দুর্যোগ বিষয়ক অবহিতকরণ সভা

| সোমবার , ২০ জুন, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে এবং জার্মান রেড ক্রসের সহযোগিতায় গতকাল রোববার আনোয়ারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দকে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তীর সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান। সভায় বিভিন্ন সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেখার হোসেন, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন আব্দুর রহিম আকন, রফিকুল কাদের, মো. আবদুর রহমান, দীপ্ত ভট্টাচার্য, অভিষেক চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, দূুর্যোগ ঝুকিঁ হ্রাসে আমাদের সব সময় প্রশিক্ষিত হয়ে দক্ষ গুণাবলী অর্জন করে কাজ করতে হবে। দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে সকলকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনশুমারি বিষয়ক সচেতনতামূলক র‌্যালি
পরবর্তী নিবন্ধহালদা প্রাকৃতিক মৎস্য প্রজনন ও সংরক্ষণ বিষয়ক সেমিনার