হালদা এবং ধুরুং খাল দু’টি দীর্ঘদিন সংস্কার ও খননের অভাবে শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। খাল দু’টিতে পর্যাপ্ত পানি প্রবাহ না থাকায় বৃহত্তর ফটিকছড়ি উপজেলার পুকুর, জলাশয় ও নলকূপের পানির স্তর বেশ নিচে নেমে গেছে। ফলে এলাকায় এখনই পানির সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। পানির
অভাবে উক্ত খাল দু’টির দুই পাড়ে জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। তাই হালদা এবং ধুরুং খাল দু’টি খাগড়াছড়ি জেলার উৎসস্থল হতে চওড়া এবং বেশ গভীর করে খনন করে উঁচু বাঁধ নির্মাণ করে ফলদ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে সামাজিক বনায়ন সৃজন করা যায়।
তাছাড়া আধুনিক সেচ পদ্ধতিতে সোলার প্যানেলের সাহায্যে অনাবাদি পতিত জমিতে ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ফুল, মিষ্টি আলু, কুমড়া সহ বিভিন্ন সবজি বছরব্যাপী চাষাবাদ করা যায়। যার ফলে জমিগুলো তিন ফসলি জমিতে পরিণত হবে। এতে কৃষক এবং এলাকাবাসী উপকৃত হবে। পাশাপাশি রক্ষা পাবে পরিবেশ ও জীববৈচিত্র্য।
দীপঙ্কর বড়ুয়া ভূটান
হাইদচকিয়া, মহাজন বাড়ি, পাইন্দং ফটিকছড়ি, চট্টগ্রাম।