কেউ কেউ খুঁজে খায় কেউ খায় চুষে,
মাঝখানে কেউ তাঁর পেট ভরে ঘুষে।
কেউ আবার এ–সব দেখে থাকে চুপ,
কতো কার হাবভাব কতো কার রূপ।
কেউ থাকে দূর দূর দিয়ে সুরে সুর,
সত্য–মিথ্যা যাচাইয়ে সদা ভরপুর।
যার ক্ষতি হয় অতি বুঝে–না সে কভু,
সবখানে ভালো মনে দিয়ে যায় তবু।
সব কিছু একদিন নড়াচড়া হলে,
মূল কথা,ভুল লোক ভিন্ন কথা বলে।