হাটহাজারীতে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারী থেকে প্রায় ১২ ফুট র্দৈঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিমের সদস্যরা। গতকাল শুক্রবার উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। জানা যায়, গতকাল শুক্রবার সকালের দিকে স্থানীয়রা গাছের মধ্যে একটি সাপ দেখতে পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিমের সমন্বয়ক রাকিবকে খবর দিলে সে ঘটনাস্থলে গিয়ে সুকৌশলে সাপটিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের সাথে গহীন বন থেকে সাপটি লোকালয়ে এসে পড়ে থাকতে পারে।

রেসকিউ টিমের সমন্বয়ক উদ্ধারকারী রাকিব জানান, উদ্ধার করা অজগর সাপটির ওজন প্রায় ১২ কেজির মতো। বন বিভাগের সাথে কথা বলেছি, আজকেই ওটি নিরাপদস্থানে অবমুক্ত করা হবে। বনবিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম সাপ উদ্ধারের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার করা অজগরটি নিয়ে রেসকিউ টিমের রাকিব ফরেস্ট অফিসে আসছেন, এটাকে গহীন অরণ্যে নিরাপদস্থানে অবমুক্ত করা হবে। উপজেলার কোথাও সাপসহ যে কোনো বন্যপ্রাণী উদ্ধার হলে তা ফরেস্ট বিটকে অবহিত করার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শিশু আহত
পরবর্তী নিবন্ধপটিয়ায় এসএসসি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও বই উৎসব