হাটহাজারীতে সেগুন কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পাচারের সময় পিকাপ বোঝাই ৬৪৯ টুকরো চিরাইকৃত সেগুন কাঠসহ ২ব্যক্তিকে আটক করেন র‌্যাব-৭সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। গত রবিবার সকালে রেঞ্জের আওতাধীন মাটিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় পিক-আপ বোঝাই সেগুন কাঠসহ ২ব্যক্তিকে আটক করে আমাদেরকে হস্তান্তর করেন। কাঠপাচারকারীদের বিরুদ্ধে মলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের ফাউন্ডেশন কোর্সের সমাপনী
পরবর্তী নিবন্ধরিহ্যাবের ইফতার মাহফিল