হাটহাজারীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৫ বসতঘর

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নে গত রোববার সকালে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে জানা গেছে।

জানা যায়, রোববার সকালে চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অহনের পাড়ায় সাধন সিপাহির বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্র হয়। এতে এই বাড়ির মো. ওমর ফারুক, মোহাম্মদ ওসমান, মো. মুবিন, নূরুল আবসার ও মো. আজমের বসতঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ফজল মিয়া জানান, খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

৫ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আগুনে পাঁচ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। দুর্গতরা একমাত্র পরিধেয় কাপড় ছাড়া আর কিছু বের করতে পারেনি। আগুনে পাঁচ পরিবারের নগদ দুই লাখ টাকা ও ১০ ভরি স্বার্ণালংকার পুড়ে যায় বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শত বছরের আশুরা মেলা
পরবর্তী নিবন্ধচিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের হুইল চেয়ার বিতরণ