রাঙ্গুনিয়ায় শত বছরের আশুরা মেলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণের কারণে তিন বছর বন্ধ থাকার পর পবিত্র আশুরা উপলক্ষে রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী আশুরা মেলা ও জারি গানের আসর। গত শনিবার পূর্ব সৈয়দবাড়ি রাহাতিয়া দরবার সংলগ্ন তালুকদার দীঘির পাড় ঘিরে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদার বলেন, এটি শত বছরের প্রাচীন একটি মেলা। আশুরার হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দিয়ে মূলত এখানে জারিগান হয়ে আসছে। এটি উপভোগের জন্যই মূলত মানুষেরা সমবেত হয় এখানে। মানুষ আসার কারণে কিছু দোকানপাট বসে। এভাবেই এটি মেলায় রূপ নিয়েছে।প্রতি বছর ১০ মহররম মেলা বসলে ছোটদের অংশগ্রহণ চোখে পড়ার মতো থাকে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভার ১০৯ কোটি টাকার বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৫ বসতঘর