হাটহাজারীতে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৮:২৫ অপরাহ্ণ

হাটহাজারীতে অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে পৌরসভার পশ্চিম দেওয়াননগর সুজানগর বন্দেশী পাড়ায় কাপড় ব্যবসায়ী নাছিরের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাত কবলিতদের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিনগত রাত আড়াইটার দিকে ১০/১২ জনের মুখোশধারী একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বেঁধে একটি রুমে আটকে রাখে।

এ সময় তাদের জীবননাশের হুমকি দিয়ে আলমারির চাবি নিয়ে আলমারিতে থাকা ব্যবসার নগদ ৬ লাখ ৭৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ চারটি মোবাইল ফোন নিয়ে যায়।

বাধা দিতে গেলে ডাকাত দল বেধড়ক পিটিয়ে নাছির উদ্দিন(৪৮), নুর জাহান বেগম(৬০), শামসুজ্জামান (১৬), হেলাল উদ্দিন (৩২) ও রুমা আক্তার (৪০) গুরুতর আহত করে।

আহতদের এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

আহত ব্যবসায়ী নাছির উদ্দিন জানান, হাটহাজারী বাসস্ট্যান্ডের ছিদ্দিক মার্কেট ও পার্শ্ববর্তী রাউজান উপজেলায় তার কাপড়ের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে ব্যবসার টাকা নিয়ে তিনি বাড়িতে আসেন। ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকে জমা দিতে পারেননি। উদ্দেশ্য ছিল রবিবার ব্যাংকে টাকাগুলো জমা করবেন। কিন্তু শনিবার রাতেই সব শেষ হয়ে গেল।

ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, “দরজার তালা ভাঙার আওয়াজ পেয়ে দ্রুত ভেতরের রুম থেকে দৌড়ে এসে ছেলে ও স্ত্রীসহ দরজা আটকে রাখার চেষ্টা করা হয় কিন্তু ডাকাতদল দরজার কলাপসিবল গেইটের তালা ভেঙে দরজায় সজোরে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে প্রবেশ করেই পরিবারের কয়েকজনকে অস্ত্রের মুখে বেঁধে সোফায় বসিয়ে রাখে। চাবি নিয়ে আলমারির দরজা খুলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”

তিনি আরো বলেন, “পরিবারের নারী সদস্যদের কানের দুল, আংটি ও গলার চেইনও ছিনিয়ে নেয় ডাকাতদল। এসময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিতে গেলে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে কয়েকজনকে রক্তাক্ত করে তারা।”

নাছিরের ষাটোর্ধ্ব মা নুর জাহান বেগম বলেন, “আমরা ঘুমে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ঘরের ড্রয়িং রুমে যেতেই তাদের কয়েকজন আমাদের ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই আমার মাথায় আঘাত করে আমার কানের দুল, হাতের আংটি, গলার স্বর্ণের চেইন টেনে খুলে নেয়। একইভাবে আমার পুত্রবধূ ও আমার মেয়েদের থেকেও স্বর্ণালংকার নিয়ে যায়।”

তিনি আরো বলেন, “আলমারিতে থাকা আরেক পুত্রবধূ শাহিদা বেগমের বিয়ের প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার আলমারির চাবি খুলে নিয়ে যায়।”

ব্যবসায়ী নাছিরের ঘরের পার্শ্ববর্তী ঘরে থাকা চাচাত ভাই মোস্তফা মিয়া বলেন, “চিৎকার শুনে বাহিরে আসার চেষ্টা করেছিলাম কিন্তু ডাকাতদল আমার ঘরের দরজা বাহির থেকে লক করে দিয়েছিল। ২০ মিনিটের মধ্যেই তারা লুট করে চলে যায়।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন।

তিনি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের ব্যতিক্রমী কর্মসূচি
পরবর্তী নিবন্ধসরকারি কমার্স কলেজ পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী নওফেল