সরকারি কমার্স কলেজ পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী নওফেল

আজাদী অনলাইন | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৪৭ অপরাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী এমপি গত শনিবার সরকারি কমার্স কলেজ পরিদর্শন করেছেন। এ সময় অধ্যক্ষ প্রফেসর সুশেন বড়ুয়া, শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ এবং কলেজ ছাত্রলীগের নবগঠিত নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।

কলেজ পরিদর্শনে এসে মন্ত্রী কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবন, বিভাগীয় দপ্তর সমূহ এবং ছাত্রাবাস গুলো ঘুরে দেখেন।

এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসের নিয়মিত জলবদ্ধতার সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং বাণিজ্য শিক্ষার ক্ষেত্রে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান।

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফুল এহ্ছান শাহ্ বলেন, কলেজ প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের দাবিগুলো অত্যন্ত আন্তরিক ও গুরুত্বপূর্ণ। শিক্ষা উপমন্ত্রী দাবি বাস্তবায়নে বিশেষ পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন এবং নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষণিক দিক নির্দেশনা প্রদান করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৪ হাজার ইয়াবা সহ গ্রেফতার ৩