হাটহাজারীতে অবৈধভাবে গড়ে উঠা দুটি ইটভাটা ধ্বংস করে দেয়া হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, র্যাব, পুলিশ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ধলই ইউনিয়নে স্থাপিত কর্ণফুলী ব্রিক ও হযরত শাহ আমানত ব্রিক নামে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। এসব ইট ভাটার মালিক পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করে আসছিল। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ভাটা দুটি ধ্বংস করে দেওয়া হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন অভিযান পরিচালনার কথা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।