হাটহাজারীতে তাবলিগের জোড় ইজতেমা শুরু

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠে গতকাল বৃহস্পতিবার তাবলিগ জামাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। মূলত আজ থেকে আম বয়ানের মাধ্যমে ইজতেমা মূল কার্যক্রম শুরু হবে। যারা তিন চিল্লা (১২০ দিন ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে মুসাফির থাকা) দিয়েছেন তাদের নিয়ে ইজতেমার এই আয়োজন।

সকল আনুষ্ঠানিকতা শেষে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে জোড় ইজতেমায় অংশ নিতে মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হয়েছেন। জানা যায়, উপজেলার চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন ইজতেমা মাঠে চট্টগ্রাম বিভাগীর এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা যথাক্রমে চাঁদপুর, লক্ষিপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারসহ বিভিন্ন উপজেলার আলেম-ওলামা ও তাবলিগের তিন চিল্লা সম্পন্নকারীরা অংশগ্রহণ করার কথা রয়েছে। এছাড়া তিন দিনের জোড় ইজতেমা ঢাকার টঙ্গী মাঠের বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি উপলক্ষে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্ব ইজতেমা সফলতার জন্য পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হবে। চট্টগ্রাম বিভাগীয় জোড় ইজতেমার তাবলিগের সমন্বয়কারী হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার থেকে হাটহাজারীতে পাঁচ দিনব্যাপী বিভাগীয় জোড় তাবলীগের ইজতেমা কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর বিশ্ব ইজতেমার কমপক্ষে ৪০ দিন আগে বিভিন্ন জেলায় জোড় আয়োজন করা হয়। আগামীতে বিশ্ব ইজতেমাকে সফল করার উদ্দেশ্যে এবং মানুষকে আল্লাহর পথে নেওয়ার জন্য এবার হাটহাজারীতে এই ৫ দিনের জোড় আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, এখানে ১১টি জেলার শুধু তিন চিল্লার প্রায় ২০ হাজার সাথীরাই অংশগ্রহণ করবেন। ইজতেমা শেষে চিল্লাধারী সাথীরা দেশের বিভিন্ন স্থান ও অঞ্চলে তাবলিগের কাজে ছড়িয়ে পড়বেন।

পূর্ববর্তী নিবন্ধজাফরুল ইসলাম চৌধুরীসহ বিএনপির তিন নেতাকে স্মরণ
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন কাল