হাটহাজারীতে ছয় দিনে ৫ লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারী থানা পুলিশ এক দিনে তিনটিসহ ৬ দিনে পাঁচটি লাশ উদ্ধার করেছে। গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত এই ছয় দিনে লাশগুলো উদ্ধার করা হয়েছে। পাঁচটি লাশের মধ্যে চারটি লাশ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে এবং তিনটি মহিলার লাশ।

জানা যায়, গত বুধবার গলায় ফাঁস লাগানো অবস্থায় মোচ্ছা. ফাহমিদা আক্তার তারিন (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে ফরহাদাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে লতু চৌধুরীর বাড়ি থেকে। তারিন ওই এলাকার আরকাদুল ইসলাম প্রকাশ রুবেলের স্ত্রী। গত শনিবার হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার নবিদ আলী হাজীর বাড়ির ছালে আহাম্মদ ম্যানসনের ভাড়া বাসায় গলায় ফাঁস লাগানো অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে নুসরাত জাহান মুক্তা (২২) নামে এক গৃহবধূর লাশ। তিনি স্থানীয় মো. লোকমানের মেয়ে। ওই দিন একই ওয়ার্ডের মো. ফাহিম (২২) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করা হয় পূর্ব দেওয়াননগর মফিজ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে। ফাহিম সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকার মুসলিম উদ্দিনের পুত্র। একই দিন শনিবার ফতেয়াবাদ বালুরটাল থেকে মো. সরোয়ার খাঁন প্রকাশ মনু (৪৭) নামে এক পান দোকানদারের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের পাহাড়তলী ওয়ার্ডের মুল্লুক শাহ হাজী বাড়ির মৃত সেকান্দর সওদাগরের পুত্র। এছাড়া গত ৩০ জুন উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাচা মিয়ার বাড়ির প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী সুমি আক্তারের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিসিটিএ’র আয়কর আইন বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধমৃদুল দাশ