হাটহাজারীতে র্যাব-৭ সহযোগিতায় কাভার্ড ভ্যান (চট্ট মেট্রো-ব ১১-৫০৪৭) বোঝাই আনুমানিক ১৫০ ঘনফুট চেরাই করা সেগুন, গামারী ও লালি কাঠসহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় বন বিভাগ।
গতকাল শনিবার ভোরে হাটহাজারী-নাজিরহাট সড়কের পৌর সদরস্থ আব্বাসিয়া পুল (মাটিয়া মসজিদ) র্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ কাঠগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত ব্যক্তিরা হলেন, তৌহিদুল আলম (২৪), মো. জয়নাল আবেদিন (২৩), মো. আব্বাস (২৭), মো. শামিম (৩৫), মো. ফারুক (২৮), মো. মোজাহার ইসলাম(২৭)।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, র্যাব-৭ হাটহাজারী সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় চেরাইকৃত কাঠসহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয় এবং গাড়িসহ জব্দকৃত কাঠ বিট কাম চেক স্টেশন হাটহাজারীতে হেফাজতে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৫০ হাজার টাকা।