হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের জোবরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ মাদ্রাসার ভেতর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে টিনসেডের মাদ্রাসাটি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা মো. ওসমান গণি বলেন, “রাত দুইটার দিকে হঠাৎ মাদ্রাসার ভেতরে আগুন দেখা যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মাদ্রাসার ঘরটি টিনসেড হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের জন্য রাখা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের নতুন বই সহ প্রায় এক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার অগ্নিকাণ্ডের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করে তাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ১০টি কম্বল প্রদান করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান জয়নুল আবেদীন, ইউপি সদস্য আলমগীর ভুট্টো, নির্বাচিত সদস্য আকমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।











