হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ, অভিভাবক সমাবেশে বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরা উন্নত দেশ গড়ার কারিগর। তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে।
গতকাল বুধবার বিদ্যালয় চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ রকিবুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক তাহেরুল আনোয়ার।
প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম, থানার ওসি রুহুল আমীন সবুজ, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, লতিকা রত্নম মান্না, তাসলিমা আকতার কাকলী।
বিদ্যালয়ের শিক্ষক শেলী দে ও ইকবাল মাহামুদের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন নাজিম উদ্দীন, সিরাজদৌল্লা মেহেদী, শিক্ষক আবদুল হালিম, মোহাম্মদ হাসান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহবাজ আরিফ ও মিফতাহুল জান্নাত অরোরা।











