আহলে সুন্নাত ও ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার মতবিনিময়

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

আগামী ৭ জানুয়ারি ঢাকার গুলিস্থান চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা দক্ষিণ জেলার মতবিনিময় সভা গত ২৮ নভেম্বর পটিয়ার শহীদ হালিম লিয়াকত মিলনায়তনে অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আলকাদেরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব স উ ম আবদুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতী। প্রধান অতিথি বলেন, দেশে চলমান সংকট মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।

বর্তমান বিশ্ব সংকট বহুমাত্রিক গতি-প্রকৃতিতে বেড়ে উঠছে। এতে অর্থনৈতিক সংকট দৃশ্যত বিশ্বব্যাপী ঘনীভূত হচ্ছে। বক্তব্য রাখেন আবদুর রহিম, কাজী সোলাইমান চৌধুরী, আবদুল মাবুদ, আলী হোসাইন, মামুন উদ্দিন ছিদ্দিকী, আব্দুল্লাহ আল জাবের, মুহাম্মদ সাইফুদ্দীন, নূর উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহরিণখাইনে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারী মডেল স্কুলের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ