হাটহাজারী বাজারে আজ মঙ্গলবার (১১ মে) সন্ধ্যা পৌনে ছয়টায় অভিযান পরিচালনা করে রাক্ষুসে পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ মাছ পরিবেশের জন্য খুবই ক্ষতিকর বলে উল্লেখ করেন অভিযান পরিচালনাকারী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন জানান, আজ এক গণমাধ্যমকর্মীর মাধ্যমে হাটহাজারী বাজারে পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে তিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনিকে নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় এক মাছ বিক্রেতাকে তারা পিরানহা মাছ বিক্রি করতে দেখেন।
অভিযানের বিষয় টের পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে গেলেও তার কাছ থেকে ২০ কেজি রাক্ষুসে এবং পরিবেশর জন্য ক্ষতিকর পিরানহা মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হয়েছে। লোকজনকে এ জাতীয় মাছ ক্রয় না করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।