হাটহাজারী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারমীন এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা গতকাল বুধবার পৌর কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্ররা হাটহাজারী বাজার, বাসস্ট্যান্ড, কাচাড়ি সড়ক, কলেজ গেইট এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা, দখলদারিত্ব, চাঁদাবাজি, রাস্তায় অবৈধ যত্রতত্র পার্কিং বন্ধের দাবি জানান। এবং হাটহাজারী বাসস্ট্যান্ড, রাঙামাটি–খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক ও কাচাড়ি সড়কে যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান।
হাটহাজারী পৌর সদর এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এবং অনিয়ম নিয়ে শিক্ষার্থীরা পৌর প্রশাসকের কাছে দাবি জানান।
তাদের দাবি পূরণের আশ্বাস দেন পৌর প্রশাসক। সভায় উপস্থিত ছিলেন, হাটহাজারী ট্রাফিক ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন, নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, প্রকৌশলী কৌশল বড়ুয়া নিহার, কাউন্সিলর মোহাম্মদ জাফরসহ বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ও চট্টগ্রামের সমন্বয়করা।