হাইকোর্ট উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পরিষদ এসোসিয়েশন অব বাংলাদেশের সহ সভাপতি, উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। এক বিবৃতিতে তিনি বলেন, অতীতের সরকারগুলো উপজেলা পরিষদকে অচল করে রেখে গেলেও বর্তমান সরকারের প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় উপজেলা পরিষদ চালু করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন।
কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কোনো কর্মকাণ্ডে সমন্বয়, সম্পৃক্ত না করায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের প্রশাসনিক ক্ষমতা খর্ব ছিল। হাইকোর্ট উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করায় এর মাধ্যমে উপজেলা পরিষদ আরো বেশি শক্তিশালী হবে। প্রেস বিজ্ঞপ্তি।