রাউজান হলদিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শন করেছেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। তিনি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শন করার সময় এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, এলাকার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে অনুন্নত ও বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের তালিকা সংগ্রহ করেছেন। দ্রুততম সময়ে সব রাস্তাঘাট উন্নয়নের আওতায় আসবে। গুমার বাড়ি সড়ক পথের বর্তমান অবস্থা দেখতে গিয়ে বাবুল বলেছেন, সড়কটির উন্নয়নে ১৩ লাখ টাকা আপাতত বরাদ্দ দেয়া হলেও সড়কটির সম্পূর্ণ অংশের সংস্কার এই টাকায় হবে না। তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে আরো একটি প্রকল্প অনুমোদন করিয়ে এই সড়কের বাকি কাজ উন্নয়নের আওতায় আনা হবে। ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেছেন, তার ইউনিয়নের বড় বড় রাস্তার কাজ আগেই শেষ করা হয়েছে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সহায়তায়। বন্যায় ক্ষতিগ্রস্ত ছোট ছোট রাস্তাঘাট এখন সংস্কার করার কাজ চলছে। উপজেলা চেয়ারম্যান রাস্তাঘাট পরিদর্শনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এস এম বাবর, মনছুর আলম, হাসান মুরাদ রাজু প্রমুখ।