রাউজানে মমতাজুল হক (৪৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় রাউজান সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতল বাজারের একটি সিএনজি গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মমতাজুল ওই ওয়ার্ডের মো. আব্বাস উদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী শামসুন নাহারের দাবি, জাহাঙ্গীর আলম নামের স্থানীয় এক ব্যক্তি তার স্বামীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দিলে দেখে নেয়ার হুমকি দিয়েছিল। এই ক্ষোভ হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
জানা যায়, নিহত মমতাজুলের দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার ভেঙ্গে যায় আগে। জাহাঙ্গীর আলম বিচ্ছেদ হয়ে যাওয়া স্ত্রীর আত্মীয়। বিয়ের কাবিনের টাকা উসুল করতে জাহাঙ্গীর মমতাজুলকে চাপ দিয়ে আসছিলেন।
জাহাঙ্গীর আলম টাকা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, ঋণের চাপে পড়ে মমতাজুল আত্মহত্যা করেছে এটি সকলেই জানে।
রাউজান থানার উপপরিদর্শক সাব্বির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আসল কারণ উদঘাটন করার চেষ্টা চলছে।