দীর্ঘ সময় ধরে মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায়নি তামিম ইকবালকে। এরই মাঝে হঠাৎ মিরপুরে দেখা গেলো তামিমকে। রোববার দুপুর একটার দিকে শের–ই বাংলায় আসেন তিনি। প্রথমে মেডিকেল বিভাগে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। সেখান থেকে বেরিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগে যান এই ওপেনার। সেখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে মিরপুর থেকে চলে যান তামিম। জানা গেছে, বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরির সঙ্গে নিজের শারীরিক অবস্থা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা করতেই এদিন মাঠে এসেছিলেন তামিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন তামিম। ধীরে ধীরে তিনি ফিটনেস নিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। এশিয়া কাপের পর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরবেন মাঠে তিনি।