মাদারীপুরে বাসের ধাক্কায় ভাঙা প্রাইভেট কার থেকে আহতদের উদ্ধার করার সময় বাস চাপা দিয়েছে; যাতে চারজন নিহত হয়েছেন। তাছাড়া দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান। জেলার শিবচর উপজেলায় হাজী শরিয়তউল্লাহ সেতু এলাকায় গতকাল শনিবার রাত ৮টার দিকে তারা হতাহত হন। খবর বিডিনিউজের। শিবচর থানার ওসি শাখাওয়াত স্থানীয়দের বরাতে বলেন, ‘প্রথমে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে গ্রামীণ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। স্থানীয়রা দুর্ঘটনায় পড়া প্রাইভেট কার থেকে যাত্রীদের উদ্ধার করার সময় আরেকটি বাস এসে উদ্ধারকারীদের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই স্থানীয় তিনজন নিহত হন। এছাড়া প্রাইভেট কারের এক যাত্রী নিহত হন।