সৎ সংবাদকর্মী কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পাশে দাঁড়ালেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। উদ্বেগ প্রকাশ করে এই সাংবাদিকের শতভাগ ন্যায়বিচার প্রত্যাশা করেছেন তিনি। খবর বাংলানিউজের।
গতকাল বুধবার ‘নবাব’খ্যাত তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রোজিনাকে নিয়ে একটি পোস্ট করেছেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানের ভেতর থেকে বিস্ময় আর বেদনা নিয়ে তাকিয়ে থাকা রোজিনার একটি ছবিও পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি। শাকিব খান লেখেন, দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে! একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়। তিনি আরও লেখেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য, যা বস্তুনিষ্ঠ এবং জনগণের জন্য মঙ্গলময়।

পূর্ববর্তী নিবন্ধমান্টোর গল্প অবলম্বনে মম-বর্ষণের ‘পরী’
পরবর্তী নিবন্ধওমর সানীর ছেলের রেস্তোরাঁ থেকে সিসা উদ্ধার