স্রোতস্বিনী নদী

মাসুদ পারভেজ | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

আমার মা
আমাকে একটা নদী এঁকে দিয়েছিল
স্রোতস্বিনী নদী,
নদীর ছাদে আকাশ ওড়ে
মেঘ পক্ষীরা ডানা মেলে
হাজার তারার বাত্তি জ্বলে
আমার মা নাকি তারা হবে আমায় ছাড়া,
মা আকাশ হবে
উড়ন্ত পক্ষী হবে বা মেঘ,
আমার চোখে ঢেউ খেলে স্রোতময় নদীর বেগ;
আমি দেখছি দাঁড়িয়ে
সেই স্রোতে মা যাচ্ছে হারিয়ে
রেখে যাচ্ছে এক পাশে সবুজ ভুমি
অন্য পাশে বিরান বালুচর
তার উপরে বাঁধা আমাদের ঘর।

আমার ছোট্ট মেয়ে
তাকেও আমি মা ডাকি,
ভাবছি তাকেও একটা নদী এঁকে দেব-
স্রোতস্বিনী নদী।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় রক্ষা পেতে
পরবর্তী নিবন্ধহে প্রিয় স্বদেশ