স্যানমার ওশান সিটি ওনার্স এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদের ২০২২-২০২৪ইং ত্রি-বার্ষিক নির্বাচন গত ২ জুলাই শনিবার স্যানমার ওশান সিটিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ত্রি-বার্ষিক নির্বাচনে আসাদ ইফতেখা-মোজাম্মেল হক পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।