স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

চট্টগ্রাম প্রেস ক্লাবে জেলা প্রশাসক আবুল বাসার

| রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। নানা কারণে চট্টগ্রামের বিশেষ তাৎপর্য রয়েছে। তাই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একটি শহরে অনেক উপাদান রয়েছে। সব উপাদান স্মার্ট হলেই গড়ে উঠবে স্মার্ট নগরী। জনমতের প্রতিফলনের ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তাতেই কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নের কাজ অনেকটা সহজ হবে। তিনি আরো বলেন, স্মার্ট নগরীর অংশ হিসেবে চট্টগ্রামে চালু করা হচ্ছে স্মার্ট বাস। এই বাসগুলোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করা, অভিভাবকদের ভোগান্তি ও যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধে ভূমিকা রাখা। স্মার্ট বাসে শিক্ষার্থীরা উঠলে ক্ষুদে বার্তা যাবে অভিভাবকদের মুঠোফোনে। অভিভাবকরা বাসায় কিংবা কর্মস্থলে বসে মুঠোফোনে দেখতে পারবেন তার সন্তান বাসে রয়েছে কিনা।

গতকাল শনিবার প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এসব কথা বলেন। তার বক্তব্যের আগে স্মার্ট চট্টগ্রাম পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি সুফলের নানা দিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মো. আইয়ুব আলী, সাংবাদিক আসিফ সিরাজ, মইনুদ্দীন কাদেরী শওকত এবং জাহিদুল করিম কচি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর ওড়না তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু
পরবর্তী নিবন্ধআইআইইউসির টেক ফেস্ট উদ্বোধন