চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বাংলাদেশ পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নগরীর টাইগারপাস সংলগ্ন নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ। কুমিল্ল্লা আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী ও লাকসাম উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বিদায়ী অতিথি বাংলাদেশ পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন তানিয়া কবীর, অধ্যাপক ডা. শাকিল আহমেদ, ডা. সেখ ফজলে রাব্বি, ডা. অং সুই প্রু মার্মা ও ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. মমিনুর রহমান, ডা. গোলাম কাওছার হিমেল, ডা. মীর মোবারক হোসেন, ডা. রফিকুস সালেহীন, ডা. বিপাস খীসা, ডা. মো. শাহাদাত হোসেন, প্রকৌশলী মোহাম্মদ মহসীন, ডা. মোহাম্মদ হানিফ, ডা. নুসরাত জাহান মিথেন, ডা. রঞ্জন বড়ুয়া রাজন, ডা. অভিজিৎ রায়, ডা. রশ্মি চাকমা, ডা. সুমাইতা হাসান কবীর ও হিবা হাসান কবীর।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চট্টগ্রাম অনেকদূর এগিয়ে গেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে চট্টগ্রামে প্রায় তিন বছর ৪ মাস কর্মকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে বিভিন্ন সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাব-সেন্টারগুলোতে নিয়মিত পরিদর্শন অব্যাহত রেখে জনগণের দৌরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি উজ্জ্বল নক্ষত্র।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়ন সংক্রান্ত যে কোন বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পেরেছি বলেই চট্টগ্রাম বিভাগ এক্ষেত্রে অনেকদূর এগিয়েছে। চট্টগ্রাম স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ ব্যাপারে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।