স্বাস্থ্যরক্ষায় প্লাস্টিকের কাপের বিকল্প ভাবতে হবে

| শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:১৮ পূর্বাহ্ণ

সারাদেশে ফুটপাত থেকে শুরু করে পাড়ার ছোট-বড় চা-দোকান সব জায়গায় বেড়েছে প্লাস্টিকের কাপের ব্যবহার। দোকানিরা কাচের কাপের পরিবর্তে গ্রাহকদের সামনে এগিয়ে দিচ্ছেন গরম চা-ভর্তি এসব কাপ। আর ব্যবহার শেষে সেগুলো ছুড়ে ফেলা হচ্ছে রাস্তায়, ফুটপাত ও ড্রেনে। চিকিৎসকরা বলছেন, এসব কাপের কারণে স্বাস্থ্যহানি ঘটতে পারে, আছে ক্যান্সারের ঝুঁকিও। আর পরিবেশবাদীরা বলছেন, প্লাস্টিকের কাপ ও পলিথিনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্লাস্টিকের কাপ তৈরিতে ব্যবহৃত পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি)-কে নরম করা হয় থ্যালেট ব্যবহার করে। আর এই থ্যালেট শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষা থেকে জানা যায়, বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। চীন, আমেরিকার পাশাপাশি ভারতেও এখন ক্যান্সার আক্রান্ত রোগী অনেক বেশি। এ সংখ্যা এখন বাড়ছে ৪.৫ থেকে ৫ শতাংশ হারে। চিকিৎসক ও রসায়নবিদরা বলেন, ‘এসব ওয়ানটাইম পাত্র তৈরীতে ব্যবহার করা হয় নানা রাসায়নিক পদার্থ যা শরীরে প্রবেশ করে হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে’। তাই প্লাস্টিকের ব্যবহার বাদ দিয়ে ; এটির বিকল্প চিন্তা করা উচিত।

মোঃ আব্দুল করিম গাজী
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধনিরুপমা দেবী: নারীর নন্দনতত্ত্ব প্রকাশের শৈল্পিক লেখক
পরবর্তী নিবন্ধস্বপ্নের প্রজন্ম গ্রন্থাগার