স্বাস্থ্য ও শিক্ষাখাতকে এগিয়ে নিয়ে যেতে হবে

ইউএসটিসির সেমিনারে বক্তাদের অভিমত

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

ইউএসটিসির উদ্যোগে দি রুল অব একাডেমিক অ্যান্ড রিসার্চ কোলাবরেশন এমাং প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন হায়ার এডুকেশন অব বাংলাদেশ শীর্ষক সেমিনার গত ১ সেপ্টেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, অতিথি ছিলেন ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী, রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। প্রধান বক্তা ছিলেন ইউএসটিসির আইকিউএসির ডাইরেক্টর ড. ছৈয়দ আলী ফজল। প্রধান অতিথি বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, নারী শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৪র্থ শিল্প বিপ্লব এক জায়গায় থেমে নেই জ্ঞানের প্রয়োজনে কোলাবোরেশন দরকার। স্বাস্থ্য-শিক্ষাখাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। উন্নত জ্ঞান সমৃদ্ধ পরিবেশ সৃষ্টির জন্য, কর্মদক্ষতা, মানবসম্পদ, উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য কোলাবরেশন দরকার। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এমফিল ও পিএইচডি অনুমোদন প্রয়োজন এবং গবেষণার ক্ষেত্র প্রস্তুতে আমাদের এগিয়ে যেতে হবে। সেমিনারে ইউএসটিসির ফার্মেসী বিভাগের সিনিয়র লেকচারার ড. রিদিতা শরীফের সঞ্চালনায় এবং আইকিউএসির এডিশনাল ডাইরেক্টর ডা. শুভ্র প্রকাশ দত্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কুল-কলেজ খোলার আগে স্পট টিকাদান কর্মসূচি চালুর আহ্বান
পরবর্তী নিবন্ধ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ রক্ষায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা প্রয়োজন’