রক্তাক্ত লাশের মিছিল
এখানে পুড়ছে ঘর ওখানে বাড়ি। খাঁ খাঁ রোদ্দুর
দাউ দাউ আগুন ধানের গোলায়, উঠোন জুড়ে হাহাকার
পাড়া-মহল্লা আর গঞ্জের দোকান-পাট পুড়ে ছাই,
রাজপথ পেরিয়ে মেঠো পথ
ছুটেছে মানুষ, কান্না ধুলোয় আহাজারি ঝরছে
পেছনে ফেলে ইতিহাস ভিটেবাড়ি মৌন প্রহর
গ্রাম ছাড়িয়ে শহর। পদ্মা, যমুনা, মেঘনা, কর্ণফুলীতে আজ
মাঝি-মাল্লারাও গাইছেনা ভাটিয়ালি গান
শুধু হাহাকার,যন্ত্রণার ছোবল বিঁধছে বুকে- কবে পাবো মুক্তি
কখন আসবে স্বাধীনতা নামক সোনার হরিণ
তরুণ-যুবারা, বয়েসী রাখাল শক্ত হাতে বুক চিতিয়ে
উদ্যত হাতে এগোয় যার যা আছে হাতে নিয়ে কাস্তে শাবল;
মুখরিত পথ-ঘাট-প্রান্তর সুউচ্চ কণ্ঠে জয়বাংলা স্লোগান ধ্বনিত
এক আকাশ স্বপ্ন আঁকে আগুয়ান বাঙালি
ছুটে চলে মহানায়কের অমৃত বাণী
যেখানে লিখা হয় সাতই মার্চের অমর কাব্য আর
পঁচিশে মার্চ মধ্যরাতের তেজস্বী কাব্যকথা
নয়মাসের জঠর জ্বালায় জ্বলে পুড়ে
অংকিত হয় স্বাধীন বাংলা নামের শ্রেষ্ঠ কবিতা।