অন্ধ বিবর

বিজন মজুমদার | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

একটা ব্যর্থ চিৎকার দূর থেকে আসে আর যায়
কেউ শোনেনা তার কথা, কেউ শোনেনা তার আকুতি।
অন্ধ কানাভুক পথ ধরে মিছিল এগিয়ে যায়
এ সময় আমার ভেসে যাওয়া শুন্যে হাহাকার হৃদে একা
এখন কথা বলবার সময় নয়, চুপচাপ দেখে যাওয়া।

একা সাম্পানের পিঠে ঠিকানার খোঁজে নিয়েছি ঠাঁই
একটা ব্যার্থ চিৎকার থেকে থেকে শুধু ভেসে আসে
ছাব্বিশে মার্চ কর্ণফুলির বুকে ভেসেছিলো লাশ
আমি তাদের নাম ধাম পরিচয় কিছুই জানতে পারিনি
তবে এইটুকুই জানি তারা এই বাংলার সন্তান ছিলো।

তোমার উদভ্রান্ত হাহুতাশ দৌড় জিভ ফেটে রক্ত বমি
অমাবস্যার গতরে ঢুকে গেছে ভগ্ন জীর্ণ শরীর
কত কাহিনি লিপিবদ্ধ হয়ে আছে গাঙেয় ব’দ্বীপে
সবকিছু দেখি অন্ধ বিবর ভেঙে তোমার অবুঝ মনে
না বোঝার মতো রেখে গেলে শুধু মৃত বাতাসের গন্ধ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন বাংলা
পরবর্তী নিবন্ধগোলাপ তার জন্যে ফোটে