‘স্বাগতম এই চট্টলায়’ মিউউজিক্যাল ফিল্মের উদ্বোধন

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

 

আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে ‘স্বাগতম এই চট্টলায়’ নামক মিউউজিক্যাল ফিল্মের মুক্তি পেয়েছে। মিউজিক্যাল ফিল্মের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর খুলশী এলাকায় খুলশী টাউন সেন্টারে জাঁকজমক আয়োজনে এই মিউজিক্যাল ফিল্মটি দর্শকদের সামনে তুলে ধরা হয়। চট্টগ্রামের তরুণ সংগীত শিল্পী মাশুক বাবুর ইউটিউব চ্যানেলে মিউউজিক্যাল ফিল্মটির রিলিজ হয়েছে। মিউজিকক্যাল ফিল্মটির শিল্পী, গীতিকার ও গল্প সম্পাদনায় ছিলেন মাশুক বাবু নিজেই। সুর ও সংগীতে সালেহিন প্রিন্স এবং দৃশ্যধারণ ও সম্পাদনায় ছিলেন সারাফাত আলী শওকত। উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে চট্টগ্রামের তরুণরা যে এগিয়ে আসছে সেজন্য তাদের ধন্যবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনখাদিজাতুল আনোয়ার সনি এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়াম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবরিনা চৌধুরী, ইয়াছিন আরাফাত কচি, রাশেদুল আরেফীন জিসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক ওভারে পাঁচ ছক্কা খেলেন সাকিব
পরবর্তী নিবন্ধব্যান্ড মিউজিক ফেস্ট উদ্বোধন আজ আর্মি স্টেডিয়ামে কনসার্ট