খুলশী থানাধীন টাইগারপাস পি-ডব্লিউ কলোনির মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে আবু তাহের (৪০) নামের এক ব্যক্তির মিনি পিকআপ গাড়ী চুরি হয় গত ৮ ফেব্রুয়ারি ভোর ৪টায় । এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহেদ খান তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় টাইগার পাস এলাকা থেকে সন্দেহভাজন মো. আসিফ করিম রনিকে আটক করে।
জিজ্ঞাসাবাদ শেষে আসামির দেওয়া তথ্যমতে কর্ণফুলী থানার ফকিরনিরহাট বাছা কোম্পানির গ্যারেজ থেকে চোরাই যাওয়া পিকআপ গাড়ী উদ্বার করা হয়।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, নিজের স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার ও মোটরসাইকেল ক্রয়ের টাকা যোগাড় করার জন্য সে গাড়ীটি চুরি করেছে।